প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 26, 2025 ইং
বকশীগঞ্জে পোশাক কর্মী বিনা হত্যার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি আলী মজনু বাবু
জামালপুরের বকশীগঞ্জে পোশাক কর্মী রুবাইয়া আক্তার বিনা হত্যার প্রতিবাদে এবং আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাট্টাজোড় বীরগাঁও গ্রামবাসীর উদ্যোগে বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, নিহত গৃহবধূ বিনার বাবা সুলতান মাহমুদ, ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী রেজুয়ান সিদ্দিকী।
৪৮ ঘন্টার মধ্যে পোশাক কর্মী বিনা হত্যায় জড়িত তার স্বামী জুয়েল মিয়া ও অন্যান্যদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়। তা না হলে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।
এর আগে ১৭ নভেম্বর গাজীপুরের গাছা থানাধীন বড়গাছি এলাকায় একটি ভাড়া বাসা থেকে পোশাক কর্মী বিনার মরদেহ পাওয়া যায়।
বিনার পরিবারের অভিযোগ তার স্বামী জুয়েল মিয়া তাকে হত্যা করেছেন। এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24